• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২০, ০৬:১৫ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২১, ২০২০, ০৬:১৫ পিএম

আগাম ক্রেতা পাচ্ছেন না লিচু চাষিরা

আগাম ক্রেতা পাচ্ছেন না লিচু চাষিরা

কোভিড-১৯ এর মোকাবেলায় দেশব্যাপী সাধারণ ছুটির কারণে বিপাকে পড়েছেন মাগুরার কয়েক হাজার লিচু চাষি। আশানুরূপ ফলন করেও যানবাহন সঙ্কটে আগাম ক্রেতা পাচ্ছেন না তারা। তাই ক্রেতাশূন্য হয়ে পড়েছে বাজার।

পাওয়া যাচ্ছে না পরিচর্চা করা জন্য শ্রমিক। যাদের বলা হয় লিচু শ্রমিক। তাই লিচুর ফলন নিয়ে মহা বিপাকে পড়েছেন চাষিরা। গাছে গুটির দেখা মিললেও নেই পরিচর্যা। আশঙ্কা করা হচ্ছে ফলন মহা বিপর্যয়ের। এ অবস্থায় প্রযুক্তির মাধ্যমে বাগান পরিচর্যার পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা।

তথ্য মতে, এবারও মাগুরায় সাড়ে ৭ হাজার বাগানে লিচু উৎপাদন করা হয়েছে। সঙ্কট উত্তরণে প্রয়োজনীয় ব্যবস্থা ও সহায়তার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।

একই পরিস্থিতির মুখোমুখি মেহেরপুরের আম ও লিচু চাষিরা। নানা অজুহাতে কীটনাশকের দাম বাড়িয়েছে স্থানীয় ডিলাররা। যানবাহন বন্ধ থাকায় নেই আগাম ক্রেতার উপস্থিতিও।

এসএমএম

আরও পড়ুন