• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৪, ২০২০, ০৯:২০ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৪, ২০২০, ০৯:২০ পিএম

শুক্রবার থেকে রাজশাহী অঞ্চলে আম পারা শুরু 

শুক্রবার থেকে রাজশাহী অঞ্চলে আম পারা শুরু 
নিজস্ব ছবি

রাজশাহী অঞ্চলে আম পারার বিধিনিষেধ শেষ হয়েছে বৃহস্পতিবার। শুক্রবার (১৫ মে) থেকে আম পারা শুরু করবেন বাগান মালিকরা। তাই শেষ মুহূর্তে অস্থায়ী আম আড়ৎগুলোতে কেনা-বেচার জন্য প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। তবে সারাদেশে করোনাভাইরাসের প্রভাব বিস্তার করায় আম পারার মৌসুম শুরু হলেও জেলার সর্ববৃহৎ বানেশ্বর আম আড়ৎগুলোতে বিভিন্ন অঞ্চলের ক্রেতাদের আগমন এখনও শুরু হয়নি। যার কারণে বাগান মালিকরা আমের ন্যায্য মূল্যে পাওয়া নিয়ে চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন।

অপরিপক্ক ও আমে বিষাক্ত কার্বাইড ব্যবহার প্রতিরোধে বাগান ও আড়ৎগুলোতে সার্বক্ষণিক নজরদারিতে রেখেছেন স্থানীয় প্রশাসন।    

বৃহস্পতিবার (১৪ মে) সকালে রাজশাহী জেলার সর্ববৃহৎ আম আড়ৎ বানেশ্বর বাজার ঘুরে দেখা গেছে, আম ক্রয়ের জন্য বিভিন্ন ছোট বড় আড়তগুলোতে শেষ মুহূর্তে ধোয়া-মোছার কাজ চলছে। আবার কয়েকটি স্থানে নির্মাণ করা হয়েছে অস্থায়ী আড়ৎঘর। 

আড়ৎদার রাজু আহম্মেদ বলেন, প্রশাসনের নির্দেশনা অনুযায়ী শুক্রবার সকাল থেকে রাজশাহী জেলায় আম কেনা-বেচা শুরু হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওলিউজ্জামান বলেন, জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুসারে কোন আম কখন পাড়তে হবে তার একটি দিক-নির্দেশনা ক্রেতা-বিক্রেতাদের দেয়া হয়েছে। আড়ৎগুলোতে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। কোথাও কোনও অনিয়মের খবর পেলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেয়া হবে।

এসএমএম 

আরও পড়ুন