• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০১৯, ০৯:৪২ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৩০, ২০১৯, ০৯:৪২ পিএম

রাত পোহালেই মনোনয়নপত্র দাখিলের উৎসব

রাত পোহালেই মনোনয়নপত্র দাখিলের উৎসব
দুই সিটিতে ১৮ জন মেয়রসহ ২ হাজার ২৬০ মনোনয়ন ফরম বিতরণ

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষদিন। মেয়দ পদে দলীয়ভাবে অনুষ্ঠিত এ নির্বাচনে এরইমধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়ন গ্রহণ করেছেন। তবে সোমবার (৩০ ডিসেম্বর) বিকাল পর্যন্ত বড় রাজনৈতিক দলগুলোর কেউই মনোনয়নপত্র জমা দেননি। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তাদের প্রায় সবাই মনোনয়ন দাখিল করবেন। মনোনয়ন জমা দেয়ার সময় কোনো ধরনের শোডাউন বা মিছিল করতে পারবেন না প্রার্থীরা। 

উত্তর রিটার্নিং অফিসার মো. আবুল কাসেম ও দক্ষিণের রিটার্নিং অফিসার মো. আবদুল বাতেন জানিয়েছেন, মনোনয়ন জমার সময় প্রার্থীরা ৫ জনের বেশি লোক সমবেত করতে পারবেন না। নির্বাচনি আইনানুযায়ী সম্ভাব্য প্রার্থীরা সর্বোচ্চ ৫ জনকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিতে পারবেন। 

ইসি সূত্রে জানা গেছে, দুই সিটিতে মেয়র, সংরক্ষিত কাউন্সিলর এবং কাউন্সিলর পদে ২ হাজার ২৬০ জনের মনোনয়নপত্র বিতরণ হয়েছে। পক্ষান্তরে মনোনয়ন দাখিলের গতি খুবই মন্থর। দুই সিটিতে ৩ জন মেয়র প্রার্থীসহ ১৪৮ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। দুই সিটিতে মেয়র পদে ১৮ জন মনোনয়নপত্র নিয়েছেন। কাউন্সিলর পদে নির্দলীয়ভাবে নির্বাচন হলেও দলীয়ভাবে প্রার্থী করেছে দলগুলো। এখন পর্যন্ত যেসব প্রার্থী দুই সিটির রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন কিনেছেন তারা মঙ্গলবার বিকালের মধ্যে জমা দিয়ে প্রার্থী হতে পারবেন। 

ইসির হিসাব মতে, ঢাকা উত্তর সিটি করপোরেশনে সোমবার (৩০ ডিসেম্বর) পর্যন্ত মেয়র পদে ১০ জন, সাধারণ কাউন্সিলর পদে ৮২৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৭৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মেয়র পদে আওয়ামী লীগের পক্ষ থেকে দুজন মনোনয়ন সংগ্রহ করেছেন। এর মধ্যে বর্তমান মেয়র মো. আতিকুল ইসলাম ও সালাউদ্দিন মাহমুদ। বর্তমান মেয়র আতিকুল ইসলাম মেয়র পদ থেকে পদত্যাগ করে মনোনয়ন সংগ্রহ করেন। বিএনপির পক্ষে তাবিথ আউয়াল, জাতীয় পার্টির (জাপা) জি এম কামরুল ইসলাম, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ, ইসলামী আন্দোলনের শেখ মো. ফজলে বারী মাসউদ, পিডিপির শাহীন খান, এনপিপির মো. আনিসুর রহমান দেওয়ান, বাংলাদেশের কমিউনিস্টি পার্টির আহম্মেদ সাজ্জাদুল হক এবং স্বতন্ত্র হিসেবে স্বাধীন আক্তার আইরিন মনোনয়নপত্র নেন। সোমবার পর্যন্ত উত্তরে মেয়র পদে শুধু পিডিপির শাহীন খান মনোনয়ন দাখিল করেছেন। সাধারণ কাউন্সিলর পদে ৭৪ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৭ জন মনোনয়ন জমা দিয়েছেন। 

অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে ৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ১,০৪৭ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১৯০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। মেয়র পদে দক্ষিণেও আওয়ামী লীগের পক্ষে দুজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন- ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও হাজী মো. সেলিম। বিএনপির ইশরাক হোসেন, জাতীয় পার্টির (জাপা) মোহাম্মদ সাইফুদ্দিন, বাংলাদেশ কংগ্রেসের মো. আকতার উজ্জামান ওরফে আয়াতুল্লা, ইসলামী আন্দোলনের মো. আবদুর রহমান, পিডিপির মো. বাহারানে সুলতান বাহার এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুস সামাদ সুজন মনোনয়নপত্র কিনেছেন। মেয়র পদে বাংলাদেশ কংগ্রেস ও ইসলামী আন্দোলনের প্রার্থী শুধুমাত্র মনোনয়ন জমা দিয়েছেন। কাউন্সিলর পদে ৫৩ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন মনোনয়ন দাখিল করেছেন।
 
প্রসঙ্গত, ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২ জানুয়ারি। ৯ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি। 

এইচএস/ এফসি

আরও পড়ুন