• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১৬, ২০১৯, ১২:৩৬ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৬, ২০১৯, ০৪:৩৭ পিএম

মুক্তির আগেই ৩৩৩ কোটি রুপি আয়

মুক্তির আগেই ৩৩৩ কোটি রুপি আয়

‘সাহো’ সিনেমাটি মুক্তির আগেই আয় করে নিল ৩৩৩ কোটি রুপি। এটি নির্মাণে ব্যয় হয়েছিল ৩৫০ কোটি রুপি। যদিও ‘সাহো’ মুক্তির কথা ছিল গতকাল ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে। কিন্তু মুক্তির তারিখ পিছিয়ে এখন করা হয়েছে আগামী ৩০ আগস্ট।

ভারতের বহুল আলোচিত দক্ষিণী সিনেমা ‘বাহুবলি’খ্যাত নায়ক প্রভাসের পরবর্তী সিনেমা ‘সাহো’। এতে তার বিপরীতে নায়িকা হয়েছেন বলিউডের শ্রদ্ধা কাপুর। সুজিত পরিচালিত এ সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন- নীল নীতিন মুকেশ, জ্যাকি শ্রফ, চাংকি পান্ডে, এভেলিন শর্মা, মহেশ মাঞ্জরেকর, ভেনেলা কিশোর প্রমুখ। 

সিনেমাটিতে আট মিনিটের একটি অ্যাকশন দৃশ্য রয়েছে যা তৈরি করতে ব্যয় হয়েছে ৭০ কোটি রুপি। আবুধাবিতে শুটিং করা এই দৃশ্যে ব্যবহৃত হয়েছে মোটরবাইক, ট্রাক, স্পোর্টস কার ইত্যাদি। এটি নির্মিত হয়েছে হিন্দি, তামিল, তেলেগু ও মালায়ালাম ভাষায়। 

অঞ্চলভেদে ‘সাহো’ সিনেমার আয়:
নিজাম: ৪০ কোটি রুপি।
সেডেড: ২৫ কোটি রুপি। 
কৃষ্ণা: ৮ কোটি রুপি।
গুন্টার: ১২.৫০ কোটি রুপি।
নেলোর: ৪.৫০ কোটি রুপি।
ইস্ট ও ওয়েস্ট: ১৯ কোটি রুপি।
ইউএ: ১৬ কোটি রুপি।
টোটাল এপি/টিজি: ১২৫ কোটি রুপি।
কর্নাটক: ২৮ কোটি রুপি।
তামিলনাড়ু: ১৮ কোটি রুপি।
নর্থ ইন্ডিয়া: ১২০ কোটি রুপি।

শুধু ভারতে মোট আয় ২৯১ কোটি রুপি। ভারতের বাইরে কয়েকটি দেশে আয় করেছে ৪২ কোটি রুপি। বিশ্বব্যাপী যার মোট আয় দাঁড়িয়েছে- ৩৩৩ কোটি রুপি।

এসজে 

আরও পড়ুন