• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১০, ২০১৯, ১১:২৭ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১০, ২০১৯, ১১:২৭ এএম

১১ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

১১ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব থাকায় প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। রোববার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে এ রুটে ফেরি চলাচল শুরু হয়।

ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় আটকা পড়েছে কয়েকশ যানবাহন। এতে  ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।

এর আগে শনিবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে ফেরি চলাচল বন্ধ করা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি জানান, বুলবুলের আঘাত থেকে জানমাল রক্ষার জন্য নৌরুটে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। রোববার সকালে নৌরুটের পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।

কেএসটি

আরও পড়ুন