• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৩, ২০১৯, ০২:৪৮ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৩, ২০১৯, ০২:৪৮ পিএম

অভিবাসীদের বিরুদ্ধে নতুন আইন করছে যুক্তরাষ্ট্র

অভিবাসীদের বিরুদ্ধে নতুন আইন করছে যুক্তরাষ্ট্র

 

মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের বের করে দিতে নতুন একটি আইন প্রণয়নের পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসন। যার মাধ্যমে আদালতের নির্দেশকে পাশ কাটিয়ে অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর সুযোগ থাকছে।

আইনের ধারাতে বলা হয়, যেসব অভিবাসীরা যুক্তরাষ্ট্রে মোট দুই বছরের বেশি সময় যাবত বসবাস করছেন তাদের ক্ষেত্রে বিষয়টি আলাদা। তবে যারা এই নথিটি দেখাতে পারবেন না তাদেরকে অবশ্যই দেশ থেকে বের করে দেওয়া হবে। মঙ্গলবার (২৩ জুলাই) আইনটি মার্কিন কংগ্রেসে উত্থাপিত হতে পারে। যা খুব দ্রুতই কার্যকর হবে। যদিও মার্কিন সিভিল লিবার্টি ইউনিয়ন (এসিএলইউ) নামে একটি মানবাধিকার সংগঠন এরই মধ্যে আদালতের করা সেই নীতিকে চ্যালেঞ্জ করার পরিকল্পনা হাতে নিয়েছে। যা যুক্তরাষ্ট্রে অভিবাসনের চাপ কমাতে এ আইনটি বলবৎ করতে প্রয়োগ করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, আগামী ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুনর্নির্বাচনের আগে কঠোরভাবে অভিবাসন নিয়ন্ত্রণের পরিকল্পনা রয়েছে। যার অংশ হিসেবে উত্তর আমেরিকা থেকে আগত এসব অভিবাসীদের বের করে দেওয়ার জন্য নতুন আইনটি করতে যাচ্ছে সরকার।

সূত্র : বিবিসি

এসজেড

আরও পড়ুন