• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০১৯, ০৫:১৫ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৩, ২০১৯, ০৫:১৬ পিএম

টেলিফোনে উৎকোচ দাবি, তদবির করলে জিডির নির্দেশ 

টেলিফোনে উৎকোচ দাবি, তদবির করলে জিডির নির্দেশ 

স্বাস্থ্যসেবা বিভাগের কোনো কর্মকর্তার নাম ভাঙিয়ে বিভাগেরই কারও কাছে টেলিফোনে উৎকোচ দাবি বা কোনো তদবির করলে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব (পার ২) শারমিন আক্তার জাহান সাক্ষরিত চিঠিতে এসব বলা হয়।

গত ২০ অক্টোবরে সাক্ষর করা চিঠিতে আরও বলা হয়েছে, সাম্প্রতিক স্বাস্থ্য সেবা বিভাগে কর্মরত বিভিন্ন কর্মকর্তার বরাত দিয়ে, কখনও অতিরিক্ত সচিব/যুগ্ম সচিব হিসেবে নিজেকে পরিচয় দিয়ে বিভাগীয় পরিচালক/সিভিল সার্জন/উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাসহ অন্য চিকিৎসকের কাছে বিভিন্ন অজুহাতে সরাসরি টেলিফোন করে উৎকোচ দাবি করা হচ্ছে বা বিভিন্ন ধরণের কাজ করার জন্য বলা হচ্ছে।

ফোনে বা অন্য কোনোভাবে যদি স্বাস্থ্য সেবা বিভাগের অধীন কোনো পর্যায়ের কোনো কর্মকর্তা/চিকিসকের কাছে স্বাস্থ্য সেবা বিভাগে কর্মরত কোনো অতিরিক্ত সচিব/যুগ্ম সচিব/উপসচিবসহ কোনো কর্মকর্তা/কর্মচারির বরাত দিয়ে বা কর্মকর্তার পরিচয় দিয়ে কোনো উৎকোচ দাবি করা হয় বা কোনো অন্যায় কাজের জন্য তদবির করা হয়, তাহলে সাথে সাথে সংশ্লিষ্ট থানায় জিডি করে স্বাস্থ্য সেবা বিভাগে অনুলিপি প্রেরণের জন্য সংশ্লিষ্টদের বিশেষভাবে নির্দেশক্রমে অনুরোধ করা হল।

একইসঙ্গে স্বাস্থ্য সেবা বিভাগে কর্মরত সবাইকে সতর্ক থাকার অনুরোধও করা হয় চিঠিতে।

আরএম/একেএস
 

আরও পড়ুন