• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২২, ২০১৯, ০৫:২৭ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২২, ২০১৯, ০৫:২৭ পিএম

অপারেশনের অভাবে কারো যেন মৃত্যু না হয় : স্বাস্থ্যমন্ত্রী

অপারেশনের অভাবে কারো যেন মৃত্যু না হয় : স্বাস্থ্যমন্ত্রী
বক্তব্য রাখছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক - ছবি : জাগরণ

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ৭টি অপারেশন থিয়েটার উদ্বোধন করা হয়েছে, আরও ৪টি নির্মাণের কাজ চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে হৃদরোগ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে সম্প্রসারিত কার্ডিয়াক আইসিইউ ও অপারেশন থিয়েটার কমপ্লেক্স এর নামফলক উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জাহিদ মালেক বলেন, এসব অপারেশন থিয়েটার দিয়ে দেশের মানুষ অনেক উপকৃত হবেন। বিশেষ করে- বাইপাস সার্জারির ক্ষেত্রে এগুলো অবদান রাখবে। আমরা চাই- কোনো মানুষ যেন অপারেশনের অভাবে মৃত্যুবরণ না করেন। হৃদরোগ ইনস্টিটিউটের যন্ত্রপাতি আধুনিক, চিকিৎসকরাও দক্ষ। এখানে ৩৮ শয্যার আইসিইউ ও ১৮ শয্যার  ‘নবজাতক নিবিড় যত্ন ইউনিট’ এনআইসিইউ আছে।

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আফজালুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দিনদিন হৃদরোগীর সংখ্যা বাড়ছে। এদিকে নজর দিতে হবে। আক্রান্ত হলে চিকিৎসা তো আছেই, পাশাপাশি প্রতিরোধের দিকে জোর দিতে হবে। আমাদের জীবন-যাপন, খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা জরুরি।

অনুষ্ঠানে স্বাস্থ্যসচিব আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরএম/ এফসি

আরও পড়ুন