• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৪, ২০২০, ০৪:৫০ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৪, ২০২০, ০৪:৫০ পিএম

কোভিড-১৯

গণমাধ্যম কর্মীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু

গণমাধ্যম কর্মীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু
সংগৃহীত ছবি

করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত গণমাধ্যম কর্মীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে সামাজিক সংগঠন ‘পাথওয়ে’।

হাসপাতালে আনা-নেয়ার জন্য প্রাথমিকভাবে ছয়টি অ্যাম্বুলেন্স ২৪ ঘণ্টা সেবা দেবে।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে রাজধানীতে এ কার্যক্রমের উদ্বোধন করেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান।

এ সময় সমাজের বিত্তবানদের এমন সেবামূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে পাথওয়ের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন বলেন, জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিকরা দায়িত্ব পালন করছেন। তাই তাদের সেবা দিতেই ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হয়েছে। পরবর্তীতে অ্যাম্বুলেন্সের সংখ্যা আরও বাড়ানো হবে।

এসএমএম

আরও পড়ুন