• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১৯, ২০২০, ০৩:২২ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৯, ২০২০, ০৩:২৩ পিএম

করোনায় আক্রান্ত কামাল লোহানী

করোনায় আক্রান্ত কামাল লোহানী
কামাল লোহানী ● সংগৃহীত

প্রবীণ সাংবা‌দিক ও সাংস্কৃ‌তিক ব্যক্তিত্ব কামাল লোহানী করোনাভাইরাস ( কোভিড-১৯) এ আক্রান্ত হয়েছেন। এর আগে গত ১৭ মে (রোববার) সকালে ফুসফুস ও কিডনির জটিলতার কারণে শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে ভর্তির পর কামাল লোহানীর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার (১৯ জুন) সকালে তার করোনাভাইরাসে আক্রান্তের রিপোর্ট পাওয়া যায়।

ফুসফুস ও কিডনির জটিলতা ছাড়াও হৃদরোগ ও ডায়াবেটিসের সমস্যাতেও ভুগছেন ৮৬ বছর বয়সী প্রবীণ এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

চিকিৎসকরা জানান, শরীরে অক্সিজেনের মাত্রা কমার ফলে প্রতিনিয়ত কামাল লোহানিকে অক্সিজেন দেয়া হচ্ছে। তার ডায়ালাইসিসের প্রয়োজন হতে পারে বলেও জানিয়েছেন তারা।

এ সংস্কৃতিজনের উন্নত চিকিৎসা নিশ্চিতের দাবি করেছে পরিবার।

কামাল লোহানীর প্রকৃত নাম আবু নাইম মোহাম্মদ মোস্তফা কামাল খান লোহানী।

তিনি বাংলাদেশ বেতারের পরিচালক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ছিলেন। ১৯৬২ সালে কামাল লোহানী ছায়ানটের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। দৈনিক মিল্লাত দিয়ে সাংবাদিকতার শুরু, এরপর আজাদ, সংবাদ, পূর্বদেশ, দৈনিক বার্তায় গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন তিনি।

এসএমএম

আরও পড়ুন