• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১২, ২০২০, ১১:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১২, ২০২০, ১১:৪৫ পিএম

কেন্দ্রীয় ঔষধাগারের ৬ কর্মকর্তাকে দুদকে তলব

কেন্দ্রীয় ঔষধাগারের ৬ কর্মকর্তাকে দুদকে তলব
ফাইল ছবি

মাস্ক, পিপিইসহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী কেনায় দুর্নীতি অনুসন্ধানে কেন্দ্রীয় ঔষধাগারের ৬ কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন।

রোববার (১২ জুলাই) দুদকের পরিচালক মীর মোহাম্মদ জয়নুল আবেদীন শিবলীর সই করা এক নোটিশে তাদের তলব করা হয়।

কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- কেন্দ্রীয় ঔষধাগারের উপপরিচালক ও পিঅ্যান্ডসি ডা. জাকির হোসেন, সাবেক মেডিকেল অফিসার ডা. জিয়াউল হক, সহকারী পরিচালক ডা. মোহাম্মদ শাহজাহান, সাবেক ডেস্ক অফিসার ডা. সাব্বির আহম্মেদ, স্টোর অফিসার কবির আহম্মেদ এবং সিনিয়র স্টোর কিপার ইউসুফ ফকির।

তাদের মধ্যে তিন জনকে ১৯ জুলাই (রোববার) এবং বাকিদের ২০ জুলাই (সোমবার) তলব করা হয়েছে।

লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুলের দুর্নীতি ও অবৈধ সম্পদের অভিযোগ অনুসন্ধানে তার স্ত্রী ও শ্যালিকাকে ২২ জুলাই হাজির হওয়ার নির্দেশ দিয়েছে দুদক।

কেএপি

আরও পড়ুন