• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৮, ২০২০, ০১:১৬ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৮, ২০২০, ০১:১৬ এএম

স্বাস্থ্যের ২৮ কর্মকর্তা বদলির সঙ্গে দুর্নীতির সম্পর্ক নেই

স্বাস্থ্যের ২৮ কর্মকর্তা বদলির সঙ্গে দুর্নীতির সম্পর্ক নেই
মহাপরিচালক ডা. এবিএম খুরশীদ আলম ● জাগরণ

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারি মোকাবেলায় এখন স্বাস্থ্য অধিদফতরের প্রথম চ্যালেঞ্জ জানিয়ে পরে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের নবনিযুক্ত মহাপরিচালক ডা. এবিএম খুরশীদ আলম।

সোমবার (২৭ জুলাই) বিকেলে অনলাইনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মহাপরিচালক ডা. এবিএম খুরশীদ আলম। এ সময় বাইরের দেশের বিভিন্ন ব্যবসায়িক চক্র দেশের স্বাস্থ্যখাতকে প্রতিনিয়ত বির্তকিত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

এ সময় দায়িত্ব নেয়ার কয়েকদিনের মাথায় স্বাস্থ্য অধিদফতরের ২৮ কর্মকর্তাকে বদলির বিষয়টি স্বাস্থ্য অধিদফতরের রুটিন কাজ বলে জানান মহাপরিচালক। এর সাথে দুর্নীতি বা অনিয়মের কোনও সম্পর্ক নেই বলেও জানান তিনি।

কেএপি

আরও পড়ুন