• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২০, ০২:২৬ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ৮, ২০২০, ০২:২৬ পিএম

কুয়েতে সাড়ে ৩ হাজার প্যারাট্রুপার পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র 

কুয়েতে সাড়ে ৩ হাজার প্যারাট্রুপার পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র 
প্রতীকী ছবি

সোলাইমানি হত্যার জেরে শোকে-ক্ষোভে ফুঁসে উঠেছে ইরানের জনগণ। মধ্যপ্রাচ্যে বেজে উঠেছে যুদ্ধের দামামা। যে কোনো মুহূর্তেই যুদ্ধে জড়াতে পারে ইরান ও যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে কুয়েতে প্রায় সাড়ে তিন হাজার প্যারাট্রুপার পাঠাচ্ছে মার্কিন প্রশাসন।

মার্কিন প্রশাসন মঙ্গলবার (৭ জানুয়ারি) এক বিবৃতিতে কুয়েতে প্রায় সাড়ে তিন হাজার প্যারাট্রুপার পাঠানোর বিষয়টি জানিয়েছে।   রয়টার্স 

এ বিষয়ে রয়টার্সে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, ইরানের সঙ্গে তুমুল উত্তেজনার মধ্যেই কুয়েতে সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যেই এ ব্যাপারে জোর প্রস্তুতি শুরু করেছে তারা।

এ দিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা জানিয়েছেন, সেনাবাহিনীর ৮২তম এয়ারবোর্ন ডিভিশনকে কুয়েতে দ্রুত সৈন্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সে অনুযায়ী প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, গত শুক্রবার (৩ জানুয়ারি) ইরাকের বাগদাদে মার্কিনিদের হামলায় ইরানের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন।
এসকে

আরও পড়ুন