• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২০, ০২:৪১ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১০, ২০২০, ০২:৪১ পিএম

নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিজেপি নেতার পদত্যাগ

নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিজেপি নেতার পদত্যাগ
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আকরাম খান- ছবি সংগৃহিত

ভারতজুড়ে গত প্রায় এক মাস ধরেই নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী বিক্ষোভ চলছে। বিতর্কিত এই আইনের প্রতিবাদে এবার পদত্যাগ করেছেন মধ্যপ্রদেশে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আকরাম খান।  টাইমস অব ইন্ডিয়া

শুক্রবার (১০ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যমটি জানিয়েছে, নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ও জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ইস্যুতে একটি বিশেষ জনগোষ্ঠীকে সীমাহীন দুর্ভোগের মধ্যে ফেলার চেষ্টা করছেন ক্ষমতাসীন বিজেপি সরকারের কয়েকজন নেতা। এর প্রতিবাদেই পদত্যাগ করেছেন আকরাম খান।

এ ব্যাপারে আকরাম খান সাংবাদিকদের বলেন, বিজেপির সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘ ২৫ বছরের। দলের সব সিদ্ধান্তের প্রতি আমার সম্মান রয়েছে। কিন্তু আমার মনে হচ্ছে, সিএএ ও এনআরসির ক্ষেত্রে একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়নি। তাছাড়া আমার সহকর্মীদের অনেকেই এই ইস্যুকে কেন্দ্র করে একটি বিশেষ জনগোষ্ঠীর ওপর নিপীড়ন চালানোর চেষ্টা করছেন। এর প্রতিবাদেই আমি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।

ওই পদত্যাগপত্রে তিনি বিজেপির সংখ্যালঘু সেলের প্রেসিডেন্ট সানভার প্যাটেলকে উদ্দেশ্য করে বলেছেন, সিএএ এবং এনআরসি ইস্যুতে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমার এই পদত্যাগপত্র যেন গ্রহণ করা হয়।

আরও পড়ুন