• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২০, ০২:৫৫ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১১, ২০২০, ০২:৫৫ পিএম

বিক্ষোভের মধ্যেই নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর

বিক্ষোভের মধ্যেই নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর

বিক্ষোভ, সমালোচনা আর দেশজুড়ে চলমান প্রতিবাদকে আমলে না নিয়ে অবশেষে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর করেছে ভারত সরকার। প্রকাশিত এক খবরে এমনটাই জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা দ্য টাইমস অব ইন্ডিয়া।

শুক্রবার (১০ জানুয়ারি) রাতে ক্ষমতাসীন বিজেপি সরকার এক গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে আইনটি কার্যকরের কথা জানিয়েছে। গেজেটে এদিন থেকেই নতুন নাগরিকত্ব আইন কার্যকরের কথা বলা হয়েছে।

এর আগে গত ৯ ডিসেম্বর ভারতের লোকসভায় বহুল আলোচিত নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়। বিলটি উত্থাপন করেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১১ ডিসেম্বর রাজ্যসভায় পাস হয় বিলটি। রাজ্যসভায় এই বিলের পক্ষে ভোট পড়ে ১২৫টি। আর বিপক্ষে পড়ে ১০৫টি ভোট। এরপর ১২ ডিসেম্বর ভারতের রাষ্ট্রপতি বিতর্কিত এই বিলে সই করেন। ফলে বিলটি আইনে পরিণত হয়।

বিতর্কিত আইনটিতে নিপীড়নের মুখে বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে ভারতে পাড়ি জমানো হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। আইনটির বিরুদ্ধে গত এক মাসেরও বেশি সময় ধরে ভারতজুড়ে চলছে তীব্র বিক্ষোভ।
এসকে

আরও পড়ুন