• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৮, ২০২০, ১২:৫০ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৮, ২০২০, ১২:৫০ এএম

শাজাহান খানের মেয়ের ভুল রিপোর্টের দায় নিলো ল্যাব

শাজাহান খানের মেয়ের ভুল রিপোর্টের দায় নিলো ল্যাব
ডা. একেএম শামসুজ্জামান তুষার ● সংগৃহীত

শাজাহান খানের মেয়ে ঐশী খানের করোনা পজিটিভ কিন্তু ভুলে নেগেটিভ রিপোর্ট দেয়া হয়েছিল। এটা স্বীকার করলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন।

তাদের দাবি, এটি ডেটা এন্ট্রি অপারেটরের ভুল। দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

করোনার কোনও উপসর্গ নেই, হাতে নেগেটিভ রিপোর্টও আছে। সে নিয়েই রোববার (২৬ জুলাই) লন্ডন যাচ্ছিলেন সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের মেয়ে। কিন্তু অনলাইন ডেটায় করোনা পজিটিভ থাকায় ঐশী খানকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হয়।

এই হয়রানির অভিযোগ নিয়ে সোমবার স্বাস্থ্য অধিদফতরে যান শাজাহান খান। কথা বলেন অধিদফতরের নতুন মহাপরিচালকের সঙ্গে। পরে মেয়ের পক্ষে লিখিত অভিযোগ করেন। দায়ী ব্যক্তির শাস্তি দাবি করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য।

ভুলের কারণ খুঁজতে কমিটি করেছে স্বাস্থ্য অধিদফতর। মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশীদ আলম জানান, কারো দায় থাকলে ব্যবস্থা নেয়া হবে।

ঐশী খানের করোনা পরীক্ষা হয়েছে আগারগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরিতে। বিষয়টিকে ‘হিউম্যান এরর’ বলছেন প্রতিষ্ঠানের পরিচালক ডা. একেএম শামসুজ্জামান তুষার।

কম্পিউটার অপারেটরের ভুলেই রিপোর্ট ভুল রিপোর্ট পেয়েছেন ঐশী খান। অভিযুক্ত ব্যক্তি ন্যাশনাল ল্যাবে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রাপ্ত।

কেএপি

আরও পড়ুন