• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২১, ১০:০৫ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৬, ২০২১, ১০:০৫ পিএম

যেকোন মূল্যে ট্রাম্পের বিচার হবে: বাইডেন

যেকোন মূল্যে ট্রাম্পের বিচার হবে: বাইডেন

ক্ষমতাগ্রহণের পর এবারই প্রথম সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে মুখ খুললেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। যেকোন মূল্যের ট্রাম্পকে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। 

সিএনএনের হোয়াইট হাউজ প্রতিনিধি কেটলিন কলিন্সের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এখবর প্রকাশ করে। মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে বাইডেন জানান, “কংগ্রেসে ট্রাম্পের অভিশংসন তদন্ত এগিয়ে নিতেই হবে।”

এসময় তিনি আরও বলেন, ট্রাম্পের বিচার না হলে এটি যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ওপর খারাপ প্রভাব ফেলবে। যদিও বিচার কাজ চালাতে গেলে পার্লামেন্টের অন্যান্য কর্মসূচি এবং তাঁর নতুন মন্ত্রিসভার মনোনয়ন প্রক্রিয়ার গতিও কমতে পারে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন।

সোমবার ট্রাম্পের বিচারের জন্য প্রতিবেদন দাখিল করেছে পার্লামেন্টের অভিশংসন কমিটি। ফেব্রুয়ারিতে ট্রাম্পের বিচার প্রক্রিয়া শুরু করতে জোরসোরে মাঠে নেমেছে ক্ষমতাসীন দল ডেমোক্র্যাট।

সব ঠিক থাকলে ৮ ফেব্রুয়ারি কংগ্রেসের তদন্তের মুখোমুখি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এ ব্যাপারে কংগ্রেস এরইমধ্যে সকল প্রস্তুতি সেরেছে বলে জানিয়েছেন সিনেটের উচ্চকক্ষের ডেমোক্র্যাট নেতা চাক শুমার ও নিম্নকক্ষের নেতা মিচ ম্যাককনেল। সকল তথ্যপ্রমাণ জোগাড় করে শুনানিতে হাজির হতে ট্রাম্পের আইনজীবীকে এক সপ্তাহ সময় বেঁধে দেয়া হয়েছে।

অভিশংসন তদন্তের পর ট্রাম্পকে দোষী সাব্যস্ত করতে সংখ্যাগরিষ্ঠ দুই-তৃতীয়াংশ সিনেট সদস্যের ভোট প্রয়োজন পড়বে। তবে কমপক্ষে ১৭ জন রিপাবলিকানের ভোট না মিললে এ যাত্রায় পার পেয়ে যাবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।

আরও পড়ুন