• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২১, ০৯:১৫ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ৭, ২০২১, ০৯:৫১ পিএম

ফিলিপাইনে ছয় দশমিক তিন মাত্রার ভূমিকম্প

ফিলিপাইনে ছয় দশমিক তিন মাত্রার ভূমিকম্প

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ছয় দশমিক তিন মাত্রার ভূমিকম্পের খবর পাওয়া গেছে। রোববার দাভাও দেল সুর প্রদেশে ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে এই ভূকম্পন রেকর্ড করে একটি জার্মান ভূতাত্ত্বিক গবেষণা কেন্দ্র।

এ ঘটনায় আরও কয়েকটি মৃদু ভূকম্পন তথা আফটার শক বা পরাঘাতের আশংকা করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এসব তথ্য জানায়।

ফিলিপাইনের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা জানায়, ভূপৃষ্ঠের গভীরে অবস্থিত টেকটোনিক প্লেটের সংঘর্ষের কারণে এই ভূমিকম্প সৃষ্টি হতে পারে। এ ঘটনায় প্রাণহানি না হলেও অবকাঠামোর ক্ষয়ক্ষতির শঙ্কা করছে সংস্থাটি।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন ৪০ হাজার কিলোমিটার বিস্তৃত প্যাসিফিক রিং অব ফায়ার বা সবচেয়ে ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত।

তাই ভূতাত্ত্বিক কারণেই এই দেশটি বরাবারই দুর্যোগপ্রবণ। প্রতি বছর দেশটিতে ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটে।

আরও পড়ুন