• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৪, ২০২১, ০৯:৪৮ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৪, ২০২১, ০৯:৪৮ পিএম

ইসরায়েলের হামলায় বিধ্বস্ত ৩০ স্কুল, নিহত ৩১ শিশু

ইসরায়েলের হামলায় বিধ্বস্ত ৩০ স্কুল, নিহত ৩১ শিশু

গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান বিমান হামলায় এ পর্যন্ত ৩০টি ফিলিস্তিনি স্কুল ক্ষতিগ্রস্থ হয়েছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আর্ন্তজাতিক শিশু অধিকার সংস্থা সেভ দ্য চিলড্রেন।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ইসরায়েলের হামলার আতঙ্কে স্কুলগুলো বন্ধ হয়ে গেছে। এর ফলে প্রায় ২৪ হাজার শিশুর ঝুঁকির মধ্যে পড়েছে।

যুদ্ধ পরিস্থিতিতে শিশুদের মানসিক অবস্থা নিয়েও শঙ্কা প্রকাশ করেন সেভ দ্য চিলড্রেনের কর্মকর্তারা।

এদিকে সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২২ জনে। নিহতদের মধ্যে অন্তত ৩১টি শিশু রয়েছে।

ফিলিস্তিনিদের ওপর আক্রমণের প্রতিবাদে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের রকেট হামলার জবাবে সোমবার থেকেই দফায় দফায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। 

প্রায় এক সপ্তাহ ধরে চলমান এই সংঘাতে সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে ফিলিস্তিনি নারী ও শিশুরা।

আরও পড়ুন