• ঢাকা
  • শনিবার, ১১ মে, ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৫, ২০২১, ০৯:০২ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৫, ২০২১, ০৯:০২ পিএম

শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা, নিহত ৮ শিশু

শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা, নিহত ৮ শিশু

ফিলিস্তিনের একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় ৮ শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছে। উদ্ধারকারী দলের বরাতে আল-জাজিরা জানায়, দুই নারীসহ নিহতরা সবাই একই পরিবারের সদস্য।

শনিবার সকালে এই বিমান হামলায় আরো অন্তত ১৫ জন আহত হয়েছে। গাজা উপত্যকার পার্শ্ববর্তী শাতি আশ্রয়কেন্দ্রে এই হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর।

এদিকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার সংঘর্ষ বন্ধে শনিবার (১৫ মে) তেল আবিব সফরে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত হ্যাডি আমর। জাতিসংঘ, রাশিয়া, তুরস্কসহ বেশ কয়েকটি দেশ ইসরায়েলকে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে।

জেরুজালেমে হামাসের হামলার জবাবে পাঁচ দিন ধরে দফায় দফায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। সংঘর্ষ শুরুর পর থেকে গাজায় কমপক্ষে ১৪০ ফিলিস্তিনি নিহত হয়েছে।

আরও পড়ুন