• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২, ২০২১, ০৯:৫৪ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২, ২০২১, ০৯:৫৬ পিএম

কয়েক ঘণ্টার মধ্যেই নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ

কয়েক ঘণ্টার মধ্যেই নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ

ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে অপসারণের জন্য জোট গঠন করতে যাচ্ছে বিরোধী নেতারা।

মার্চে ইসরায়েলের সাধারণ নির্বাচনে কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট গঠনে ২৮ দিনের সময় দেওয়া হয়।

বুধবার মধ্যরাতেই শেষ হচ্ছে সেই নির্ধারিত সময়সীমা।

এরই মধ্যে নেতানিয়াহুর দল লিকুদ পার্টির বিরুদ্ধে নতুন জোট গঠনে আগ্রহ প্রকাশ করেছে বিরোধী নেতা ইয়ার ল্যাপিডের দল ইয়েশ আতিদ ও নাফতালি বেনেটের দল ইয়ামিনা পার্টি।

নতুন জোট ঘোষণার মধ্য দিয়ে নেতানিয়াহুর ১২ বছরের শাসনের অবসান ঘটবে বলেই ধারণা করছেন বিশেষজ্ঞরা।

নেতানিয়াহুর পতন হলে ক্ষমতায় প্রথম দুই বছর বেনেট ও বাকি দুই বছরের জন্য প্রধানমন্ত্রী হতে পারেন ইয়াইর ল্যাপিড। এ নিয়ে দুই দলের চুক্তি শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা।

ইসরাইলের ১২০ আসনের পার্লামেন্টে এবারের নির্বাচনে লিকুদ পার্টির পর দ্বিতীয় সর্বোচ্চ ১৭ আসনে জয় পান ইয়েশ আতিদ।

এছাড়াও ৬টি গুরুত্বপূর্ণ আসনে বিজয়ী হন নাফতালি বেনেট। আর তাই এই জোট গঠনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা হারাতে যাচ্ছে নেতানিয়াহুর দল।

মধ্যপন্থী দল ইয়েস আতিদের নেতা লাপিড ও উগ্র জাতীয়তাবাদী দল ইয়ামিনা পার্টির নেতা বেনেটের মধ্যে রাজনৈতিক মতাদর্শের অমিল থাকলেও নেতানিয়াহুর পতন ঘটাতে ঐক্যবদ্ধ হয়েছে দুপক্ষ।

আরও পড়ুন