• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১৪, ২০১৯, ০৬:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৪, ২০১৯, ০৬:৫৭ পিএম

নবম ওয়েজ বোর্ড : আপিল শুনানি হবে পূর্ণাঙ্গ বেঞ্চে   

নবম ওয়েজ বোর্ড : আপিল শুনানি হবে পূর্ণাঙ্গ বেঞ্চে   

নবম ওয়েজ বোর্ডের সুপারিশ বাস্তবায়নে চূড়ান্ত গেজেট প্রকাশের বিষয়ে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর শুনানি হবে পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে। এই শুনানির জন্য আগামী ১৯ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। আজ বুধবার (১৪ আগস্ট) আপিল বিভাগের চেম্বার জজ আদালত দিন ধার্য করে এই আদেশ দেন।      

সংবাদপত্র ও বার্তাসংস্থার কর্মীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে গঠিত নবম ওয়েজ বোর্ডের সুপারিশের ওপর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে চেম্বার জজ আদালত এই আদেশ দেন। আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামানের চেম্বার জজ আদালত ১৯ আগস্ট দিন ধার্য করে এ আদেশ দেন। 

গত ৬ আগস্ট হাইকোর্টের দেয়া এ সংক্রান্ত আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আদালতে আজ রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। আর রিটকারী নোয়াবের (সংবাদপত্র মালিকদের সংগঠন) পক্ষে ছিলেন আইনজীবী এ এফ হাসান আরিফ ও মো. উজ্জ্বল হোসেন।

এমএ / এফসি

আরও পড়ুন