• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০১৯, ০৯:২২ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২০, ২০১৯, ০৯:২৫ পিএম

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৪ জেলায় যুবদলের মানববন্ধন

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৪ জেলায় যুবদলের মানববন্ধন
বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নওগাঁ জেলা যুবদলের মানববন্ধন  -  ছবি : জাগরণ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের ৪ জেলায় মানববন্ধন করেছে যুবদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ, ফরিদপুর, মাগুরা ও গাজীপুর জেলা যুবদলের উদ্যোগে শুক্রবার (২০ সেপ্টেম্বর) এসব মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান। অন্যথায় কঠিন আন্দোলনের মধ্যে সরকারের পতন ঘটিয়ে খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। দৈনিক জাগরণের সংবাদদাতাদের পাঠানো খবর :

নওগাঁ সংবাদদাতা জানান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নওগাঁয় মানববন্ধন করেছে জেলা যুবদল। শুক্রবার শহরের মুক্তির মোড়ে প্রধান সড়কে ঘণ্টাকালব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে অন্যান্যের মধ্যে জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি দেওয়ান ফারুক হোসেন, সাধারণ সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, যুগ্ম সম্পাদক জেড এইচ খান মানিক, সদর থানা যুবদলের সভাপতি সরদার সাইফুল ইসলাম সাজু, সাধারণ সম্পাদক মাসুদ হায়দার টিপুসহ জেলা যুবদলের নেতারা বক্তব্য দেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র আলহাজ নজমুল হক সনি, সাবেক সহসভাপতি মোস্তাফিজুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক আমিনুল হক বেলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন, জেলা মহিলা দলের সদস্যসচিব শবনম মোস্তারি কলিসহ জেলা বিএনপি, জেলা যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। বক্তারা বলেন, মিথ্যা মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করে রেখেছে সরকার। তাই অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা। তা না হলে কঠিন আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

ফরিদপুর সংবাদদাতা জানান, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন করেছে ফরিদপুর জেলা যুবদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবদলের আয়োজনে শুক্রবার বেলা ১১টায় শহরের আলীপুরে মুজিব সড়কে আধা ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেস আলী ইসা, যুবদলের সহসভাপতি আরমান হোসেন, জব্বার জমাদ্দার, যুগ্ম সম্পাদক অ্যাড. সুজন, সহিদুল ইসলাম, সহ-সম্পাদক নাছির হোসেন, ওমর ফারুক, সিদ্দিকুর রহমান, তোফায়েল আহম্মেদ, ইলিয়াস শেখ, হাসানুজ্জামান প্রমুখ। এ সময় বক্তারা খালেদা জিয়ার দ্রুত মুক্তির দাবি জানান।

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ফরিদপুর জেলা যুবদলের মানববন্ধন  -  ছবি : জাগরণ

মাগুরা সংবাদদাতা জানান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করেছে মাগুরা জেলা যুবদল। শুক্রবার সকালে জেলা জজ আদালতের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াশিকুর রহমান কল্লোলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোর, অ্যাডভোকেট রোকনুজ্জামান খান, বিএনপির নেতা অ্যাডভোকেট শাহেদ হাসান টগর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদসহ অঙ্গসংগঠনের নেতারা। বক্তারা বলেন, সরকারের রোষানলে সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে আজ গণতন্ত্র বন্দী। গণ-আন্দোলনের মাধ্যমে কারাগার থেকে দেশনেত্রীকে নিঃশর্ত মুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মাগুরা জেলা যুবদলের মানববন্ধন  -  ছবি : জাগরণ

টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা জানান, কারাবন্দী বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গাজীপুরে মানববন্ধন করেছে যুবদল। শুক্রবার দুপুরে রাজবাড়ী এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে গাজীপুর মহানগর যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে মহানগর যুবদলের সভাপতি প্রভাষক বশির উদ্দিনের সভাপতিত্বে ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভাটের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম মনির, মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম টুটুল, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি জয়নাল আবেদিন, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান মাসুম, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন ব্যাপারী ও রফিকুল ইসলাম রফিক। মানববন্ধন থেকে অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়ার দাবি জানানো হয়।

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গাজীপুর জেলা যুবদলের মানববন্ধন  -  ছবি : জাগরণ

এনআই

আরও পড়ুন