• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২, ২০১৯, ০২:৩২ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২, ২০১৯, ০২:৩৪ পিএম

চাঁদনী চকের নির্বাচন : নিম্ন আদালতের আদেশ হাইকোর্টে স্থগিত

চাঁদনী চকের নির্বাচন : নিম্ন আদালতের আদেশ হাইকোর্টে স্থগিত

রাজধানীর চাঁদনী চক মার্কেটের দোকান মালিকদের সংগঠনের নির্বাচনে নিষেধাজ্ঞা দিয়েছিল বিচারিক আদালত। নিম্ন আদালতের ওই আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।

বুধবার (২ অক্টোবর) বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। 

গত ২২ সেপ্টেম্বর চাঁদনী চক বিজনেস ফোরামের নির্বাচনের উপর নিষেধাজ্ঞা দেন বিচারিক আদালত। ঢাকার সিনিয়র সহকারী জজ প্রথম আদালতের বিচারক বেগম কানিজ তানিয়া রুপা এ আদেশ দেন। পরে ওই আদেশ স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেন চাঁদনী চক বিজনেস ফোরামের নির্বাচন কমিশন।

জানা গেছে, দোকান মালিক মো. জাবেদুর রহমানসহ ২০ জন বাদী হয়ে ঘোষণামূলক দেওয়ানি মামলাটি দায়ের করেন। গত ৪ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। ভোটার তালিকায় জাবেদুর রহমানসহ ২০ বিবাদীর নাম বাদ পড়ে। ভোটার তালিকাতে নাম অন্তর্ভুক্ত না করায় নির্বাচনের উপর সাময়িক নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন তারা। গত ২৪ সেপ্টেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এমএ/একেএস 

আরও পড়ুন