• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০১৯, ০৮:৪০ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৫, ২০১৯, ০৮:৪০ পিএম

নবম ওয়েজ বোর্ডের গেজেট কেন অবৈধ নয়: হাইকোর্ট 

নবম ওয়েজ বোর্ডের গেজেট কেন অবৈধ নয়: হাইকোর্ট 

নবম ওয়েজ বোর্ডের গেজেট কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। সংবাদপত্রে কর্মরত সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১২ সেপ্টেম্বর প্রকাশিত গেজেট বিষয়ে এই রুল দিয়েছে আদালত।   

মঙ্গলবার (১৫ অক্টোবর) এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে এদিন রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউসুফ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।

চার সপ্তাহের মধ্যে তথ্য সচিব, শ্রমসচিব ও ওয়েজ বোর্ডের চেয়ারম্যান নিজামুল হককে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন (নোয়াব) গেজেট প্রকাশ স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করে। গত ১২ সেপ্টেম্বর নবম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশ করে সরকার। ওই গেজেট চ্যালেঞ্জ করে রিট করা হয়। ওই রিটের শুনানি নিয়ে রুল জারি করেন আদালত।

এমএ/টিএফ
 

আরও পড়ুন