• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০১৯, ০৬:২২ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১১, ২০১৯, ০৬:৩১ পিএম

১৩৫ কোটি টাকার অবৈধ সম্পদ

চিশতি পরিবারের বিরুদ্ধে দুদকের ৫ মামলা অনুমোদন

চিশতি পরিবারের বিরুদ্ধে দুদকের ৫ মামলা অনুমোদন
মাহবুবুল হক চিশতি -ফাইল ছবি

১৩৫ কোটি ৪৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ফারমার্স ব্যাংকের (পদ্মা ব্যাংক) অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি ও তার পরিবারের ৪ জনের বিরুদ্ধে পৃথক ৫টি মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১১ ডিসেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেন। 

দুদক সূত্র জানায়, দুদকের অনুসন্ধানে বাবুল চিশতীর নামে ২৮ কোটি ৫৫ লাখ ৬১ হাজার ৫৯০ টাকার অবৈধ সম্পদ, স্ত্রী মোছা. রোজি চিশতীর নামে ৩৭ কোটি ৩৮ লাখ টাকার সম্পদ, ছেলে রাশেদুল হক চিশতীর নামে ৩২ কোটি ৬৮ লাখ টাকা, ছেলের বউ ফারহানা আহমেদের নামে ১৫ কোটি ৬২ লাখ টাকার সম্পদ এবং মেয়ে ২১ কোটি ২০ লাখ ৯০ হাজার টাকার অবৈধ সম্পদ সম্পদের প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাদের বিরুদ্ধে দুদক আইনের ২৭ (১) ও ২৬ (২) ধারায় মামলা অনুমোদন দেয়া হয়েছে।

এর আগে, বাবুল চিশতীর শ্যালক মোস্তফা কামালের বিরুদ্ধে ৮৪ লাখ ৭২ হাজার টাকার জ্ঞাত আয় বহিভূর্ত সম্পদ অর্জন ও ২ কোটি ৫২ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করে দুদক। পরে তাকে গ্রেফতার করা হয়।

এইচএস/একেএস

আরও পড়ুন