• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২৯, ২০১৯, ০৮:১৮ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২৯, ২০১৯, ০৯:১৫ পিএম

জেসমিন রেশমার কবিতা

জেসমিন রেশমার কবিতা

শিরোনামহীন

১. দুঃখেরা খেলা করে আমার চারিপাশে 
সুখেরা দুরে দাড়িয়ে হাসে
আমি নিরব চোখে সুখেদের
চেয়ে দেখি আর বলি
তোমরা হাসতে থাকো আর
আমি দুঃখের রোজনামচা লিখি
দু ফোঁটা চোখের জলে।

২. নিরাশার দোলাচলে
আশায় বাঁধি বুক...
এতো নয় চাওয়া কোন সুখ।
দুর্লভ চাঁদ তো চাই না -
একটু জোছনা দিও
তাতেই ভরে যাবে হৃদয় উঠোন
ভুলে যাবো সব দুঃখ।

৩. দুঃখগুলোকে ভেংগে ভেংগে দেখলাম,
দেখলাম  সুখ গুলোকেও......,
সব খানেই তুমি আছো 
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে 
এ যেন একেবারেই অস্তিত্বের সাথে মিশে
 যাওয়া।


৪. হে নিরঞ্জন,
তোমার অভিসারে আর কতো পথ হাটব
 আমি...
আর কতো বাঁধা অতিক্রম করবো।
এখনো নিষিদ্ধ আমি তোমার আলয়ে,
কখন আমার আগমন তোমার কাছে
 আনন্দময় হয়ে উঠবে?
কখন তোমার করুনা ধারায় স্নান করব 
আমি!

৫. নির্ঘুম কাটালাম আজ রাত 
জানি আমার রাত জাগায় 
তোমার কিছু যায় আসে না ,
তবুও নেশায় বিভোর ছিলাম-
তোমার ভালোবাসায় ।

৬. অরূপে রূপ মিশাইয়া
স্বরূপে আসিলে তুমি,
আমার মাঝে করিলে বসতি
আমি নাহি তা জানি।
খু্ঁজিতে তোমায় শিখালে পিরিতি
আমি না বুঝি সে প্রেমের নীতি
বলো হে প্রানোনাথ,
কোন প্রেমে সাধিলে তোমায়...
শুনবে হৃদয়ের আকুতি।

 

৭. কাঁদো, প্রান খুলে কাঁদো-
চোখের জলের বন্যায় ভেসে
যাক হৃদয়ের সব আবর্জনা
শুকনো প্রান ভিজে যাক,
আবার অঙ্কুরিত হোক প্রানের
ভিটায় নতুন গাছের চারা।

৮.ভালবাসার ধুপ কাঠিটা 
জ্বলুক'না দুরের কোন 
মন্দিরে, ধুপের গন্ধের 
মাদকতায় আমি মোহিত 
হয়ে রই আমার ছোট্ট কুটিরে।

/ডিজি