• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২০, ২০১৯, ০৬:৫০ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২০, ২০১৯, ০৭:১৩ পিএম

মোহাম্মদ নাদিমের কবিতা

মোহাম্মদ নাদিমের কবিতা



দেশকে ভালোবাসতে কোন দলের প্রয়োজন পড়ে না

আহা!‍আমার যদি একটা দল থাকতো!
তাহলে সংলাপের নিমন্ত্রণ নিয়ে গণভবনে গিয়ে
এক বেলা ভালো-মন্দ খেতে পারতাম!
ভোটের মৌসুমে মনোনয়নের কাগজ বিক্রি করেই
কামিয়ে নিতাম কোটি কোটি টাকা!
কিংবা ক্ষমতার রুটি-হালুয়ার ভাগ নিতে
দর কষাকষি করার সুযোগ পেতাম!

আহা!‍আমার যদি একটা দল থাকতো!
তাহলে ছলে-বলে কৌশলে ক্ষমতায় গিয়ে
ব্যাংক-শেয়ারবাজারের হাজার হাজার কোটি
টাকা লোপাট করে দিতাম!
আমার উচ্ছন্নে যাওয়া বখাটে ছেলেটার
একটা হিল্লে করা যেত;
নিদেনপক্ষে পার্লামেন্টের একটা আসন 
তো নিশ্চিত হতোই!

আহা! আমার যদি একটা দল থাকতো!
তাহলে একেবারে সংবিধান সংশোধন করে
ক্ষমতার চিরস্থায়ী বন্দোবস্ত করে ফেলতাম!
আর নির্বাচনের আগে এমন প্যাঁচ কষতাম যে
বাঘ-সিংহ, গরু-গাধা এক ঘাটে জল খেত!

কিন্তু দুর্ভাগ্য, আমার কোন দল নেই!
তবে আমি সৌভাগ্যবান যে- আমার 
একটা ছোট্ট সুন্দর সবুজ দেশ আছে,
আর কে না জানে-
দেশকে ভালোবাসতে কোন দলের
প্রয়োজন পড়ে না!


এক নিষ্ক্রিয় কমিউনিস্টের ডায়েরি থেকে.....

পল্টন মোড়ে এলেই মনে পড়ে-
পথের এই বাঁ দিকটা ধরে
একসময় হাঁটতাম
বন্ধুদের নিয়ে,
আমাদের লক্ষ্য
লাল নিশান উড়ানো
বাড়িটা।

সেই পুরনো একতলা আর নেই
জমিটুকুও দ্বিখন্ডিত
শত বছরের ইতিহাস
মাটি চাপা দিয়ে
সেখানে এখন মাথা হেঁট করে
দাঁড়িয়ে আছে একজোড়া
বহুতল ভবন !

 

মনে পড়ে-
গ্লাসনস্ত আর পেরেস্ত্রইকা ঝড়ে
শুধু বাড়ি নয়,
বন্ধুরাও পড়েছিলাম ছিটকে;
কেউ বামে,কেউ ডানে
আমি মধ্যিখানে…