• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২০, ০৫:৪০ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ৪, ২০২০, ০৫:৪০ পিএম

প্রবাসী কবি ফয়জুর রহমানের কবিতাগ্রন্থের মোড়ক উন্মোচন 

প্রবাসী কবি ফয়জুর রহমানের কবিতাগ্রন্থের মোড়ক উন্মোচন 
ফয়জুর রহমানের কবিতাগ্রন্থ ‘ঘোলাটে জলের নদী’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি ড. সৈয়দ রাগীব আলীসহ বিশিষ্টজনেরা - ছবি : জাগরণ

বিশিষ্ট লেখক, কলামিস্ট ও কবি ফয়জুর রহমানের কবিতাগ্রন্থ ‘ঘোলাটে জলের নদী’র মোড়ক উন্মোচন করেছেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি ড. সৈয়দ রাগীব আলী। রোববার বিকালে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের বেগম রাবেয়া খাতুন মেমোরিয়াল হলে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। 

প্রবাসী এ কবির কবিতাগ্রন্থকে অনন্য উপস্থাপন আখ্যায়িত করে ড. সৈয়দ রাগীব আলী বলেন, তার এ কবিতাগ্রন্থ সিলেটবাসী তথা দেশের কবিতাপ্রেমী মহলকে কবিতাচর্চায় উৎসাহিত করবে। বিদেশের মাটিতে অবস্থান করেও গ্রামবাংলার মা মাটি মানুষকে যেভাবে কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন তা অনুসরণযোগ্য। লেখকের এই অনবদ্য উপস্থাপন নিঃসন্দেহে সমালোচক মহলেও প্রশসিত হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এসময়, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওয়েছুর রহমান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও সিবিউপ কল্যাণ ট্রাস্টের মহাসচিব আব্দুস শাকুর চৌধুরী, সাবেক অতিরিক্ত সচিব বনমালী ভৌমিক, অর্থ সম্পাদক ইমাম মেহেদী চৌধুরী এনাম, স্মৃতিকনা ভট্টাচার্য, মন্তাজ মিয়া, শাহ আব্দুল বাছির, মো. কুতুব উদ্দিন সোহেল, নূর উদ্দিন আহমেদ বীরপ্রতিক, মো. মোখলেছুর রহমান, কাজী হাবিবুর রহমান, মো. মামুন-উর-রশীদ, মো. আব্দুল হান্নান, মো. আলতাবুর রহমান, হারুন অর রশিদ, এস এম নজরুল ইসলাম বুলবুল, সোহান মিয়া, মোখলেছ মিয়াসহ সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

‘ঘোলাটে জলের নদী’ বইটির প্রচ্ছদ এঁকেছেন মোস্তাফিজ কারিগর, বইটি সম্পাদনা করেছেন কবি অসীম সাহা। বাংলা একাডেমির একুশে বইমেলায় চিরদিন প্রকাশনীর স্টলে মেলার প্রথম দিন থেকে বইটি পাওয়া যাচ্ছে। বইটিতে সর্বমোট ৭১টি কবিতা রয়েছে।

প্রসঙ্গত, ‘ঘোলাটে জলের নদী’ লেখকের তৃতীয় কবিতা গ্রন্থ, এর আগে ‘মেঘের কফিন’, ‘পদ্ম পাতায় চাঁদ’ নামে দুটি কবিতাগ্রন্থ প্রকাশিত হয়েছে।

এফসি