• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৫, ২০২০, ০৫:১৯ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৫, ২০২০, ০৫:১৯ পিএম

জাতীয় কবির সমাধিতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা

জাতীয় কবির সমাধিতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২১তম জন্মবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন সংগঠন।

সোমবার (২৫ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংস্কৃতিক প্রতিমন্ত্রী কে এম খালিদ। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষ থেকে কবির সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। পরে বিভিন্ন সংস্কৃতিক সংগঠন কবির সমাধিতে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা জানানো শেষে জাতীয় কবির আত্মার মাগফেরাত কামনা করেন সংস্কৃতিক প্রতিমন্ত্রী। এ সময় তিনি করোনা মোকাবেলায় কাজী নজরুল ইসলামের সাম্যের বাণী সমাজে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান।

বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলামের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও জানান মন্ত্রী।

এসএমএম

আরও পড়ুন