• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২০, ০৯:০১ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২৬, ২০২০, ০৯:০১ পিএম

বাংলা একাডেমি ফেলোশিপ প্রদান

বাংলা একাডেমি ফেলোশিপ প্রদান

বাংলা একাডেমি ফেলোশিপ প্রদান করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেশের ৭ বিশিষ্ট ব্যক্তিকে এই ‘সম্মানসূচক ফেলোশিপ-২০২০’ দেওয়া হয়।   

শনিবার (২৬ ডিসেম্বর) বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৩তম বার্ষিক সভায় এই গুণীজন ও তাদের প্রতিনিধিদের হাতে সম্মাননাপত্র তুলে দেন বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান ও মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।

ফেলোশিপপ্রাপ্তরা হলেন ডা. সারওয়ার আলী (মুক্তিযুদ্ধ), নুরুল ইসলাম নাহিদ (শিক্ষা), নুহ-উল-আলম লেনিন (সমাজদর্শন ও সাহিত্য), অধ্যাপক ডা. এ কে আজাদ খান (চিকিৎসাসেবা), লিয়াকত আলী লাকী (সংস্কৃতি), জুয়েল আইচ (জাদুশিল্প) ও মনজুরুল আহসান বুলবুল (সাংবাদিকতা)।

অনুষ্ঠানে  হাবীবুল্লাহ সিরাজী ও পিয়াস মজিদ সম্পাদিত ‘বাংলা একাডেমি এবং আনিসুজ্জামান’ গ্রন্থের উন্মোচন করা হয়।