• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২১, ০১:৪৬ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ৪, ২০২১, ০১:৪৬ পিএম

দোয়াতে তুলে রাখা ভালোবাসা 

দোয়াতে তুলে রাখা ভালোবাসা 

‘ভালোবাসি’ বলতেই দুয়ারে খিড়কি দিলে
হয়ে গেছে-ওটা হয়ে গেছে, এখন আর কিছু বলার নেই;
তবুও আমার চাওয়া অমলিন, 
আমার ভালোবাসা নীলগগণের মতো শান্ত; বিশাল। 

পুরানো ভিখিরির মতো না হয় কড়া নাড়লাম দুয়ারে
হয়তো রূপকথার জাহাজের ভ্রমণ; নৌকাডুবির গল্প
কুয়াশাভেজা ভোরে গোঙানি শব্দে বলে উঠলাম-
ভালোবাসা কতদূর? সারাদিন-সারারাত ধু ধু করা কবিতার নদী―
তার ওপর শুয়ে রইলো, শুয়ে থেকে ডুবে গেল তোমার উজ্জ্বল মুখ

খিড়কি দিলে, রইলে না তুমি―কিন্তু
দোয়াতে তুলে রাখা ভালোবাসাই থাক আমার।