• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২১, ০৯:৪৮ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২০, ২০২১, ০৯:৪৮ পিএম

ঢোলসমুদ্র

ঢোলসমুদ্র

আরও বিপন্ন প্রতিবেশ আঁকড়ে রয়েছে 
অনিবার্যসমূহ 
যেমন পাখিরা গণবিলুপ্তির আগেই চলে যায় এবং সেই 
যাওয়া কিংবা না ফেরা ডানা মেলে ধরা আকাশ, মেঘ আর আসন্ন বাতাসে ভেসে যাবো ফের তোমার উঠোনে 
তীব্র অন্ধকারে পাহারাদার হবো আরও অন্ধকার নিয়ে

যারা নিয়েছিল প্রতিশ্রুতি, যারা ফেলে গিয়েছিল ঝড়
সাগরের নোনা কান্নার মতো তারাও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আরেকটা পৃথিবীর কাছে

সেই গাছের শাখায়, কাণ্ডে কেবলই যথেচ্ছাচারের ব্যাপারে সতর্ক হও হে কর্পোদক মানব
এমনকি যন্ত্রণাবিদ্ধ সেই কৃষক যার ঘামে ভেসে ভেসে হাসে ফসলের ক্ষেত

তোমরা যারা বলো—পেটের আদলে পৃথিবীতে চাষ হয় জমি,
নারী আর জবাই হয় পশু-প্রাণী
তারা শিশ্ন ছাড়া আর কীই-বা চায়...! 

অজস্র জন্মের পর মানুষ 
সহস্র আঘাতের পর বিপ্লব
আর অগণিত যুদ্ধের পর যারা প্রাণত্যাগ করে 
কার কার রক্ত ভিন্ন কথা বলে?

বরং সুখের চেয়ে শান্তি শ্রেয়তর 
সঙ্গমের চেয়ে প্রিয়তর হোক নারীর চোখ 
যুদ্ধের চেয়ে মাতৃদুগ্ধ পান জরুরি সমগ্র রাষ্ট্রের

আরও বিপন্ন হবার আগে ঘুরে দাঁড়াও 
এবং
জেনে নাও পাখির প্রজন্ম ইতিহাস, অরণ্যের গান— 
বাতাবিলেবুর ফুলও তোমাকে মুগ্ধতা দেবে

যেহেতু মানুষ জানেনা
সমস্ত বেদনা যার নিজস্ব—সেই তো সুখী, কখনো অবনত বৃক্ষ
পাখি আসে, বসে, স্মৃতি রাখে কেবল গোপন ডালে