• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৬, ২০২১, ০৫:১৮ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৬, ২০২১, ০৫:২৫ পিএম

মেলায় আলমগীর নিষাদের ‘মোকসেদুল বাংলা’

মেলায় আলমগীর নিষাদের ‘মোকসেদুল বাংলা’

আলমগীর নিষাদের ‘মোকসেদুল বাংলা’ কবিতার বইটি বাংলার আপন পথের অনুসন্ধানের এক অনবদ্য আখ্যান। বাংলার নতুন মনজিল ও মকসুদের কথা ভাবছেন তিনি, যা এখনো অস্পষ্ট, কিন্তু সমাজ ও সংস্কৃতির ভেতরে ভেতরে অঙ্কুরোদ্গমের অপেক্ষায় বিদ্যমান। ঔপনিবেশিকতা, জাতীয়তাবাদ, সেক্যুলারিজম, উচ্চ সংস্কৃতির রাজনৈতিক ও সাংস্কৃতিক বাতাবরণ বাঙালির যে মহাবয়ান তৈরি করেছে, সেই মহাবয়ানের খাদ ও সীমানাগুলো শনাক্ত করেছেন নিষাদ।

আলমগীর নিষাদের প্রথম কবিতার বই ‘জোছনার ওহি’ প্রকাশিত হয় ২০০৪ সালে কলকাতা বইমেলায়। দ্বিতীয় বই জোছনার ওহি ও অন্যান্য কবিতা একুশে বইমেলায় প্রকাশিত হয় ২০১৪ সালে। আলমগীর নিষাদ রবীন্দ্রভারতী বিশ্বদ্যিালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর। পেশায় সাংবাদিক। আলমগীর নিষাদ বলেন, কবিতা নিয়ে আমাদের হীনম্মন্যতা প্রবল, অন্যদিকে কবিতার সংজ্ঞাও আমার কাছে কেবল বাক্য-প্রকৌশল নয়। 

আদর্শ প্রকাশনী থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ এঁকেছেন রাজীব দত্ত। গায়ের দাম ১০০ টাকা। মেলার প্রথম দিন থেকেই বইটি পাওয়া যাচ্ছে।