• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৯, ২০২১, ০৬:০৪ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৯, ২০২১, ০৬:০৪ পিএম

‘বইমেলা বন্ধে সিদ্ধান্ত হয়নি’

‘বইমেলা বন্ধে সিদ্ধান্ত হয়নি’

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ১৮ দফা নির্দেশনা জারি করেছে সরকার। এর মধ্যে সব ধরনের মেলার আয়োজন নিরুৎসাহিত করার নির্দেশনা আছে।

অমর একুশে বইমেলা উদযাপন কমিটির সদস্য সচিব জালাল আহমেদ বলেন, “বইমেলা বন্ধে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। যেহেতু মেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা আছে, তাই এই প্রজ্ঞাপনের মধ্যেও মেলা চলবে বলে আশা করছি।”

তবে প্রকাশকেরা জানান, সবার উচিত এ পরিস্থিতিতে মেলা কমিটির সঙ্গে বৈঠক করা।

এদিকে শবে বরাতের কারণে সোমবারের মেলা ১ ঘন্টা কমিয়ে আনা হয়েছে। অর্থাৎ রাত ৯টার পরিবর্তে আটটা পর্যন্ত মেলা চলবে।

একদিকে হেফাজতের হরতাল, সংঘর্ষ, ভাঙচুর, আগুন অন্যদিকে শবে বরাত ও করোনা— সবমিলে সোমবার বিকেলে নাগাদ বইমেলা পাঠক সমাগম তেমন একটা দেখা যায়নি। 

মেলায় ১১ দিনে নতুন বইয়ের সংখ্যা ১ হাজার তিনশ একাশিটি।