• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১৬, ২০২১, ০২:৪৮ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৬, ২০২১, ০২:৪৮ পিএম

সমরেশ মজুমদারকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর

সমরেশ মজুমদারকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর

কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটা ভালো আছে। সব কিছু ঠিক থাকলে বুধবার সন্ধ্যায় হাসপাতাল থেকে বাসায় ফিরবেন তিনি।

লেখকের বড় মেয়ে দোয়েল মজুমদার বলেন, “বাবার অবস্থা এখন ভালো। গতকাল (মঙ্গলবার) রাতে তাঁকে (সমরেশ মজুমদার) আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। এরপরও চিকিৎসকরা জানিয়েছেন ২৪ ঘণ্টা তাঁকে আরেকটু পর্যবেক্ষণে রাখবেন। আশা করি আজ (বুধবার) সন্ধ্যার পর বাবাকে নিয়ে বাসায় ফিরবো।”

এর আগে, গত শুক্রবার রাতে সমরেশ মজুমদারকে গুরুতর অসুস্থ অবস্থায় পশ্চিমবঙ্গের কলকাতার বাইপাস এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

সমরেশ মজুমদারের শ্বাসনালীতে গভীর সংক্রমণ রয়েছে। এর ফলে শ্বাসকষ্ট হচ্ছিল। গত ১০-১২ বছর ধরে ফুসফুসের জটিল রোগ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজে (সিওপিডি) ভুগছেন তিনি।