• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৮, ২০১৯, ০৬:২১ পিএম
সর্বশেষ আপডেট : মে ৮, ২০১৯, ০৬:২১ পিএম

মুজিববর্ষ পালনে বছরব্যাপী সারাদেশে টুর্নামেন্ট

মুজিববর্ষ পালনে বছরব্যাপী সারাদেশে টুর্নামেন্ট

মুজিব বর্ষ, ২০২০ উদযাপানের প্রস্তুতি হিসেবে সারাদেশে তৃণমূল পর্যায়ে বিভিন্ন ধরনের টুর্নামেন্ট/প্রতিযোগিতার আয়োজন করা হবে। আর এটি চলবে বছরব্যাপী।

বুধবার (৮ মে) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, বৈঠকে জানানো হয়, নির্বাচনি ইশতেহার অনুযায়ী ভিশন-২০২১, ভিশন-২০৪১ বাস্তবায়নের উদ্দেশ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যুবকদের জন্য ১৫টি এবং ক্রীড়া বিষয়ক তিনটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।

কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন- কমিটির সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, নাজমুল হাসান, মাহবুব আরা বেগম গিনি, আব্দুস সালাম মুর্শেদী, এ. এম. নাঈমুর রহমান এবং জাকিয়া তাবাসসুম বৈঠকে।
     
এইচএস/টিএফ