• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৯, ২০১৯, ০৪:৪৪ পিএম
সর্বশেষ আপডেট : মে ১০, ২০১৯, ০২:০৬ পিএম

মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ ও বিশ্ব একাদশের ম্যাচ 

মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ ও বিশ্ব একাদশের ম্যাচ 

আগামী বছর জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী বছরের ১৯ ও ২০ মার্চ বাংলাদেশ ও বিশ্ব একাদশের মধ্যে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। সবকিছু ঠিক থাকলে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে হোম অব ক্রিকেট মিরপুরে। 

বৃহস্পতিবার (৯ মে) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (২৬ মার্চ) মিরপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত প্রদর্শনী ম্যাচ দেখতে আসা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ক্রিকেটের জন্য আমরা এমন বড় একটা কিছু করার চেষ্টা করছি, যা সারা বিশ্বের ক্রিকেট অনুরাগী দর্শকরা একসঙ্গে বসে উপভোগ করতে পারে। 

তিনি বলেছিলেন, ক্রিকেটের ব্যস্ত সূচির মধ্যে আমাদের দেখতে হচ্ছে কোথায় ফাঁক আছে। দলগুলো কোথাও ব্যস্ত নয় এমন সময় আমাদের দেখতে হবে। এমনটি হলে তাদের সেরা খেলোয়াড়দের পাওয়া সম্ভব। তারপরেও বিষয়টি নির্ভর করবে যে সেরা খেলোয়াড়রা ওই সময় আসতে চায় কিনা তার ওপর। 

এদিকে, বিশ্ব একাদশের হয়ে কারা বাংলাদেশে খেলতে আসবেন তা নিয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। 

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ২০২০ সালকে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করেছে সরকার। 

এসএইচএস