• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৮, ২০১৯, ০৩:১৭ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৮, ২০১৯, ০৩:১৭ পিএম

বার্সাকে উয়েফার ২০ হাজার ইউরো জরিমানা

বার্সাকে উয়েফার ২০ হাজার ইউরো জরিমানা

চ্যাম্পিয়নস লীগের গ্রুপ পর্বে টটেনহ্যামের বিপক্ষে হোম ম্যাচ যথাযথভাবে আয়োজন করতে না পারায় বার্সেলোনাকে ২০ হাজার ইউরো জরিমানা করেছে উয়েফার ডিসিপ্লিনারি কমিটি। উয়েফার শাস্তিমূলক বিধানের ১১(১) অনুচ্ছেদ অনুযায়ী সাংগঠনিক দুর্বলতার অভিযোগ এনে বার্সাকে এই শাস্তি দেয়া হলো। 

১১(১) অনুচ্ছেদ অনুযায়ী, 'প্রতিটি ক্লাব ও তার সব খেলোয়াড়, কর্মকর্তা ও সদস্য এবং উয়েফা কর্তৃক নিয়োজিত সকলকে খেলার নিয়ম, উয়েফার বিধি-নিষেধ, খেলার পরিচালকবৃন্দ ও তাদের সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে। এছাড়া নৈতিক আচরণ, আনুগত্য, সততা ও খেলোয়াড়ি মনোভাবের মূলনীতিগুলো পূরণ করতে হবে। 

এছাড়া জুভেন্টাসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আয়াক্স সমর্থকরা গ্যালারি থেকে বিভিন্ন বস্তু ছুঁড়ে মারায় ও অসদাচরণের অভিযোগে আয়াক্সকে ৫২ হাজার ৫০০ ইউরো জরিমানা করা হয়েছে। 

৩০ এপ্রিল আয়াক্সের বিপক্ষে ম্যাচে টটেনহ্যাম কর্মকর্তা ও কোচদের বিপক্ষে অসদাচরণের অভিযোগ এনে তাদের ১০ হাজার ইউরো জরিমানা করা হয়। টটেনহ্যাম কোচ মাউরিসিও পচেত্তিনোকে ১ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তবে সে নিষেধাজ্ঞা আপাতত ১ বছরের জন্য স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

এমএইচএস/আরআইএস