• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১০, ২০১৯, ০৯:২২ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১০, ২০১৯, ০৯:২২ পিএম

বগুড়ায় ১৪ অন্ধের মুখে হাসি ফোটালেন পুলিশ সুপার

বগুড়ায় ১৪ অন্ধের মুখে হাসি ফোটালেন পুলিশ সুপার
১৪ জন অন্ধ পরিবারের সদস্যদের মাঝে ঈদের নতুন পোষাক ও খাদ্যসামগ্রী বিতরণ করেন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী রোমেনা আশরাফ ও বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা - ছবি : জাগরণ

হাসি ফুটেছে বগুড়ার শিবগঞ্জের ১৪ জন অন্ধ পরিবারের সদস্যদের মুখে। গণমাধ্যমে সংবাদটি দেখার পর তাদের মাঝে ঈদের পোষাক ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী রোমেনা আশরাফ ও বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম, পিপিএম (বার)।

শনিবার (১০ আগস্ট) বিকালে উপজেলার ময়দান হাটা ইউনিয়নের সোবাহানপুর পোড়াবাড়ি এলাকায় অন্ধদের নিজ বাড়িতে উপস্থিত হয়ে পুলিশ সুপার ও পুনাক সভানেত্রী এসব সামগ্রী বিতরণ করেন। এসময় অন্ধদের আলাদা আলাদা ৬ পরিবারের মাঝে প্রতি পরিবারকে ১৫ কেজি চাল, ২ কেজি মাংস, ৩ লিটার তেল ও ৩ কেজি আলুসহ পাঞ্জাবী, লুঙ্গি, শাড়ি, থ্রি পিস ও ফ্রক বিতরণ করা হয়। 

এসময় এই অন্ধদের স্থায়ী পুনর্বাসনের জন্য পদক্ষেপের ঘোষণা দিয়ে পুলিশ সুপার বলেন, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি আমার নজরে আসে। তাদের জন্য সমাজের প্রত্যক মানুষকেই এগিয়ে আসতে হবে। আমরা শিশুদের শিক্ষা ও তাদের জীবন-যাপনের মান ভালো করার জন্য চেষ্টা করব।

রোমেনা আশরাফ বলেন, পুনাক এর আগেও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। এই অন্ধ পরিবারকে কিছুটা সাহায্য করতে পেরে আমরা তৃপ্ত হয়েছি। ভবিষ্যতেও সমাজের অবহেলিত মানুষের পাশে থাকবে পুনাক।

এদিকে ঈদের নতুন পোষাক ও খাদ্যসামগ্রী পেয়ে হাসি ফুটেছে রুমি, মীম, জীম, বাবু, শরীফ, শ্যামলী, মানিক ও রাজিয়া নামের ফুটফুটে শিশু সন্তানদের মুখে। সন্তানদের পাশাপাশি খুশি তাদের ৬ অন্ধ বাবা-মাও।

দৃষ্টি প্রতিবন্ধী শহিদুল, বুলু, টুলু, জহিলা, মমেনা ও শহিদারা জানান তাদের অনুভূতির কথা। এসময় তারা পুলিশ সুপার ও সাংবাদিকদেরকে ধন্যবাদ জানান।

এফসি

আরও পড়ুন