• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০১৯, ০৮:৪৪ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৭, ২০১৯, ০৮:৪৪ পিএম

একটা বড় ঘটনা ঘটেছে: ট্রাম্প

একটা বড় ঘটনা ঘটেছে: ট্রাম্প

এইমাত্র খুব বড় ধরনের কিছু একটা ঘটে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার এক টুইট বার্তায় এমন মন্তব্য করেছেন।

ইসলামিক স্টেট গ্রুপের নেতা আবু বকর আল বাগদাদি মার্কিন সেনাবাহিনীর অভিযানে নিহত হয়েছেন এমন খবর চাউর হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট এমন টুইট করেন।

বিভিন্ন সংবাদ মাধ্যম জানাচ্ছে, মার্কিন সেনাবাহিনীর অভিযানে বাগদাদি নিহত হয়েছেন, ট্রাম্পের টুইটও তারই ইঙ্গিত।

ঊর্ধ্বতন এক মার্কিন সেনা ও সূত্রের বরাত দিয়ে সিএনএন তাদের প্রতিবেদনে বলছে, শনিবার সিরিয়ায় উত্তর-পশ্চিমে অভিযান চালায় মার্কিন সেনাবাহিনী। এই অভিযানেই আইএস নেতা আবু বকর আল বাগদাদি মারা যায়।

তবে সূত্র সিএনএন-কে জানিয়েছে, ডিএনএ এবং বায়োমেট্রিক পরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে প্রকৃতপক্ষে ওই ব্যক্তিই আবু বকর আল বাগদাদী কিনা।

এর মধ্যে হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মার্কিন সময় রবিবার সকাল ৯ টায় এক বিরাট ঘোষণা করতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এ সম্পর্কে বিস্তারিত আর কিছু বলা হয়নি।

টিএফ

আরও পড়ুন