• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২৭, ২০১৯, ০৭:০২ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৭, ২০১৯, ০৭:০২ পিএম

এরশাদের শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ১ সেপ্টেম্বর

এরশাদের শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ১ সেপ্টেম্বর

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রংপুর-৩ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষিত হবে আগামী ১ সেপ্টেম্বর। মঙ্গলবার (২৭ আগস্ট) নির্বাচন কমিশন ভবনে ইসির ৫১তম কমিশন বৈঠকে তফসিল চূড়ান্ত না হওয়ায় তফসিল ঘোষণা পিছিয়ে গেছে বলে জানান নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর। 

ইসি সচিব বলেন, গত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এ আসনের ভোটগ্রহণে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) করা হয়। এজন্য উপনির্বাচনেও ইভিএম ব্যবহার করা হবে।

প্রসঙ্গত, ৮৯ বছর বয়সী সাবেক সেনাশাসক ও পাঁচবারের সংসদ সদস্য এরশাদ গত ১৪ জুলাই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন। এরপর গত ১৬ জুলাই আসনটি শূন্য হওয়ার গেজেট প্রকাশ করা হয়। 

ইসি কর্মকর্তারা বলছেন, আসন্ন শূন্য হওয়ার দিন থেকেই ৯০ দিন গণনা করা হয়। এক্ষেত্রে আগামী ১১ অক্টোবরের মধ্যে ওই আসনে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা আছে।

এইচএস/ এফসি

আরও পড়ুন