• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৮, ২০১৯, ০৩:৪২ পিএম
সর্বশেষ আপডেট : মে ৮, ২০১৯, ০৯:৫১ পিএম

জাপান আইটি উইকে বেসিস

জাপান আইটি উইকে বেসিস
জাপান আইটি উইকে বেসিস প্রতিনিধি দল- ছবি : জাগরণ

এশিয়ার তথ্য-প্রযুক্তিবিদদের মহামিলন মেলা হিসেবে খ্যাত জাপান আইটি উইক। বিভিন্ন দেশের নামিদামি তথ্য-প্রযুক্তি প্রতিষ্ঠান নিজেদের অত্যাধ্যুনিক সেবাসমূহ তুলে ধরে জাপানের সবচেয়ে বড় এ তথ্য-প্রযুক্তি মেলায়। পাশাপাশি বিনিয়োগকারী-তথ্য-প্রযুক্তিবিদদের মধ্যে মেলবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই মেলা।

জাপানের রাজধানী টোকিওতে বুধবার (৮মে) শুরু হয়ে জাপান আইটি উইক। চলবে ১০ মে (শুক্রবার) পর্যন্ত।

জাপান আইটি উইকে এবারও বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে বেসিস। অংশ নিচ্ছে ৬২ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল।পাশাপাশি অংশ নিচ্ছে বাংলাদেশ হাইটেক পার্ক, এলআইসিটি, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিএস), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বিএসিসিও) এবং তথ্য-প্রযুক্তি বিভাগের প্রতিনিধিদলও।

জাপান আইটি উইকে বাংলাদেশ দলের সাথে রয়েছেন জাপানে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত রাবাব ফাতিমা, জাপানে নিযুক্ত বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মদ হাসান আরিফ, বাংলাদেশ হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, বাংলাদেশ হাইটেক পার্কের কর্মকর্তা ও যুগ্ম-সচিব এসএম আজিজুল ইসলাম, বেসিস জাপান ফোকাস গ্রুপের আহ্বায়ক রাশাদ কবির প্রমুখ।

আরএম/এসএমএম