• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০১৮, ১১:০৮ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৩, ২০১৯, ০৯:৩৯ পিএম

আবার চালু হয়েছে থ্রি-জি ও ফোর-জি

আবার চালু হয়েছে থ্রি-জি ও ফোর-জি
ছবি: সংগৃহীত

 

আবার চালু হয়েছে থ্রি-জি ও ফোর-জি মোবাইল নেটওয়ার্ক । বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আবার  থ্রি-জি ও ফোর-জি মোবাইল নেটওয়ার্ক চালুর ।  শুক্রবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে তা কার্যকর হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) রাতে বিটিআরসির এক নির্দেশে থ্রি-জি ও ফোর-জি থেকে টু-জি তে নামিয়ে দেয়া হয়েছিল। নির্বাচনকালীন ইন্টারনেটের অপব্যবহাররোধে এমনটা করা হয়েছিল বলে জানা গেছে।
 
বিটিআরসি নির্দেশনায় বলা হয়েছিল, সকল মোবাইল অপারেটরদের মোবাইল কল এবং মোবাইল ডাটা (ইন্টারনেট) উভয় ক্ষেত্রে প্রযোজ্য। সকল মোবাইল অপারেটরদের ফোর-জির ভয়েস কল ও ডেটা এবং থ্রি-জির ভয়েস কল ও ডেটা বন্ধের নির্দেশনা মেনে টুজিতে নামিয়ে আনতে বলা হল। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মোবাইল নেটওয়ার্ক ডাউন থাকবে বলে জানানো হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শুধুমাত্র টু-জিতে মোবাইল কল এবং মোবাইল ডাটা চালু থাকবে।

জাহো/বিএস