• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২০, ০৩:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৮, ২০২০, ০৩:৩৫ পিএম

আমেরিকার দুই নভোচারীকে মহাকাশে পাঠাবে নাসা

আমেরিকার দুই নভোচারীকে মহাকাশে পাঠাবে নাসা
প্রতীকী ছবি

একটি স্পেস এক্স রকেটে করে আমেরিকান দুই নভোচারীকে ২৭ মে (বুধবার) আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হবে।

শুক্রবার (১৭ এপ্রিল) নাসা এ ঘোষণা দিয়েছে। প্রায় এক দশকে নভোচারীসহ যুক্তরাষ্ট্রের এটি প্রথম মহাকাশ ফ্লাইট।

ন্যাশনাল অ্যারোনেটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) প্রধান জিম ব্রিডেনস্টাইন এক টুইটে বলেন, ‘২৭ মে নাসা পুনরায় আমেরিকান নভোচারীদের নিয়ে আমেরিকান রকেটে আমেরিকার ভূমি থেকে মহাকাশ স্টেশনে যাত্রা করবে।

যুক্তরাষ্ট্র ২০১১ সালের জুলাইয়ের পর থেকে রাশিয়ার সয়ুজ রকেটের মাধ্যমে আমেরিকান নভোচারিদের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠাচ্ছে।

নাসা মে মাসে ক্রু মিশন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এবং বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি ছড়িয়ে পরা সত্ত্বেও মিশন পরিচালিত হবে।

স্পেসটেক উদ্যোক্তা ইলন মুস্ক এর স্পেস এক্স কোম্পানির তৈরি একটি ফ্যালকন-৯ রকেটের একটি ক্রু ড্রাগন স্পেসক্রাফটে করে অ্যাস্ট্রোনাট রবার্ট বেনকেন ও ডগলাস হুরলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে উড়ে যাবেন।

ঐতিহাসিক লঞ্চপ্যাড ৩৯এ থেকে ২৭ মে বিকাল ৪টা ৩২ মিনিটে (গ্রিনিচ মান সময় ২০৩২) রকেটটি মহাকাশে যাত্রা শুরু করবে। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের এই লঞ্চপ্যাড থেকে অ্যাপোলো মহাকাশ যান পাঠানো হয় এবং স্পেস শাটল মিশন পরিচালিত হয়।

এসএমএম