• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২০, ১১:২৫ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২১, ২০২০, ১১:২৫ এএম

বিরল চক্রে শনি-বৃহস্পতি

বিরল চক্রে শনি-বৃহস্পতি

আজ ২১ ডিসেম্বর মহাকাশ জগতের এক বিশেষ দিন। বহু বছর পর বৃহস্পতি গ্রহের খুব কাছাকাছি চলে আসবে শনি গ্রহ। যার সময় হবে আজ বাংলাদেশ সময় রাত ১২টা ২৫ মিনিটে।

নেহরু প্ল্যানটারিয়ামের পরিচালক অরভিন্দ জানান, এই দুটি গ্রহ এতটা কাছাকাছি থাকবে যে তাদের মধ্যে মাত্র ০.১ ডিগ্রির কোণ তৈরি হবে। মহাকাশ জগতের এই চক্রাবাদের ঘটনা আবার ঘটবে ২০৮০ সালের ১৫ মার্চ। এর আগে ১৬২৩ সালের ১ জুলাই এই দুটি গ্রহ এত কাছাকাছি আসে। কিন্তু ওই সময় তাদের দেখতে পাওয়া যায়নি।

বিশেষজ্ঞরা বলছেন, গ্রহদের এ রকম কাছাকাছি আসা বিরল ব্যাপার নয়। তবে গ্রহদের এতটা কাছাকাছি অবস্থান সত্যিই বিরল। পৃথিবী থেকে মনে হবে বৃহস্পতি ও শনি একটিই গ্রহ! বিরল এ ঘটনা দেখা যাবে পৃথিবী থেকেও। সেদিক থেকেও বিরল এটি।