• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৩০, ২০২১, ০১:৩২ পিএম
সর্বশেষ আপডেট : মে ৩০, ২০২১, ০১:৩২ পিএম

ভ্যাট নিবন্ধন নিয়েছে গুগল-অ্যামাজন

ভ্যাট নিবন্ধন নিয়েছে গুগল-অ্যামাজন

বাংলাদেশে ভ্যাট নিবন্ধন নিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল ও ই-কমার্স সংস্থা অ্যামাজন। এই দুই প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে তাদের ব্যবসায়িক পরিচয় নম্বর (বিআইএন) নিয়েছে। গুগল ২৩ মে ও অ্যামাজন ২৭ মে বিআইএন নম্বর পেয়েছে।

এই নিবন্ধনের ফলে প্রতিষ্ঠান দুটি নিয়মিত ভ্যাট রিটার্ন দাখিল করে ভ্যাটের টাকা পরিশোধ করবে।

এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের প্রযুক্তি সংস্থাগুলোর কাছে বাংলাদেশে তাদের অফিস খোলার প্রক্রিয়াটি আরও সহজ হবে। 

এনবিআরের ভ্যাট অনলাইন প্রকল্পের পরিচালক কাজী মোস্তাফিজুর রহমান জানান, সোমবার অ্যামাজনকে এবং বৃহস্পতিবার গুগলকে বিআইএন নম্বর দেয়া হয়েছে। যা যথাক্রমে গুগল এশিয়া-প্যাসিফিক পেটি লিমিটেড এবং অ্যামাজন ওয়েব সার্ভিসেস ইনক নামে নিবন্ধন করেছে।

এদিকে এনবিআর সূত্রে জানা গেছে, শিগগিরই ফেসবুক ও নেটফ্লেক্স ভ্যাট নিবন্ধন নিতে যাচ্ছে।