• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৫, ২০১৯, ০৩:১৯ পিএম

এটিপি র‍্যাংকিং 

ইতিহাস গড়লেন সিটসিপাস 

ইতিহাস গড়লেন সিটসিপাস 
গ্রিসের টেনিস তারকা স্টেফানোস সিটসিপাস। ছবি- টুইটার

 

নতুন করে গ্রিক রূপকথা লিখলেন টেনিস তারকা স্টেফানোস সিটসিপাস। গ্রিসের প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে পুরুষ টেনিসের নিয়ন্ত্রণকারী সর্বোচ্চ সংস্থা অ্যাসোসিয়েশন অব টেনিস প্রোফেশনাল (এটিপি) র‍্যাংকিংয়ের সেরা দশে উঠে এলেন তিনি। সদ্য সমাপ্ত দুবাই চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠে ফেদেরারের কাছে হেরে গেলেও ধারাবাহিক পারফরম্যান্সের কল্যাণে র‍্যাংকিংয়ে এই উন্নতি সিটসিপাসের। 

র‍্যাংকিংয়ে এগিয়েছেন সিটসিপাসকে হারিয়ে ১০০তম এটিপি শিরোপা জেতা রজার ফেদেরারও। এই সুইস কিংবদন্তি তিন ধাপ এগিয়ে এখন অবস্থান করছেন চারে। সেরা দশে অবস্থান পরিবর্তন শুধুমাত্র হুয়ান মার্টিন দেল পোত্র, কেভিন অ্যান্ডারসন ও কেই নিশিকোরির। ফেদেরারের এগিয়ে যাওয়ায় সবাই পিছিয়েছেন একধাপ করে। 

তবে সেরা তিনে কোনো পরিবর্তন আসেনি। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন জিতে নেয়ার পর শীর্ষস্থানে আরও জেঁকে বসেছেন নোভাক জকোভিচ। ১০,৯৫৫ রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছেন এই সার্বিয়ান। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে রাফায়েল নাদাল ও অ্যালেকজান্ডার যেভরেভ। 

এসএইচএস