• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৮, ২০১৯, ০৩:২১ পিএম
সর্বশেষ আপডেট : মে ৮, ২০১৯, ০৩:২১ পিএম

ক্লে-কোর্টে ফিরেই জাদু দেখালেন ফেদেরার

ক্লে-কোর্টে ফিরেই জাদু দেখালেন ফেদেরার
ম্যাচ শেষে রজার ফেদেরার - ছবি : টুইটার

তিন বছর পর ক্লে-কোর্টে ফিরেই জাদু দেখালেন রজার ফেদেরার। মাদ্রিদ ওপেনে মাত্র ৫৩ মিনিটের লড়াইয়ে ফ্রান্সের রিচার্ড গ্যাসকুয়েটকে হারিয়েছেন তিনি। আজ বুধবার (০৮ মে) মানোলো সান্তানাতে সরাসরি সেটে জিতেছেন ফেদেরার।

ক্যারিয়ারে ১১টি ক্লে-কোর্ট শিরোপা জেতা ফেদেরার ম্যাচ জিতেছেন ৬-২, ৬-৩ গেমে। সহজ ম্যাচ শেষে সুইজারল্যান্ডের কিংবদন্তি এই টেনিস তারকা জানান, ‘ক্লে-কোর্টে ফিরে খুব ভালো লাগছে। সত্যি বলতে, আমি খুব উপভোগ করছি।’ 

বিশ্বের চতুর্থ বাছাই ফেদেরার সবশেষ লাল দুর্গে পা মাড়িয়েছিলেন ২০১৬ রোম মাস্টার্সে। অস্ট্রিয়ার ডমিনিক থিমের কাছে সেবার হেরে যান তিনি। এরপর পিঠের ইনজুরির কারণে একই বছর ফ্রেঞ্চ ওপেন এবং বাকি দুই বছর নিজেকে বিশ্রাম দিতে ক্লে-কোর্ট থেকে নিজেকে সরিয়ে রাখেন ফেদেরার।  

ক্লে-কোর্টে সবশেষ ২০১৫ ইস্তানবুল ওপেনের শিরোপা জেতা ফেদেরার দীর্ঘদিন পর লাল দুর্গে ফেরা নিয়ে বলেন, ‘এই বছরে যখন সিদ্ধান্ত নেয়ার সময় এসে যায়, তখন আমি এই টুর্নামেন্ট খেলার সিদ্ধান্ত নাও নিতে পারতাম। তবে মনে হচ্ছিল, সেটা সঠিক সিদ্ধান্ত হতো না। আর আমি যদি টুর্নামেন্টে অংশ না নিতাম তবে হয়তো অনুশোচনা করতাম। কারণে আমার হাঁটু চোট এখন অনেকটাই সেরে উঠেছে।’  

এসএইচএস