• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৯, ২০১৯, ০৫:০৬ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৯, ২০১৯, ০৫:২৮ পিএম

রান বন্যায় নির্ভয় শামি 

রান বন্যায় নির্ভয় শামি 

আসন্ন বিশ্বকাপে ভারতীয় বোলিং আক্রমণের অন্যতম কাণ্ডারি পেসার মোহাম্মদ শামি। তবে এই শামির ব্যক্তিগত জীবনে গত ৩ বছরে যে ঝড়-ঝাপটা বয়ে গিয়েছে, তা হয়তো তিনি নিজেও মনে করতে চাইবেন না! টানা ইনজুরির কারণে দীর্ঘদিন ছিলেন মাঠের বাইরে। স্ত্রী হাসিন খানের সাথে দাম্পত্য কলহের জের ধরে বেশ 'ইমেজ' সংকটে পড়ে গিয়েছিলেন শামি। শামির ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে  একের পর এক বোমা ফাটিয়ে যাচ্ছিলেন হাসিন। তবে শামির কাছে সেসব এখন অতীত। তার চিন্তা-ভাবনায় এখন শুধুই বিশ্বকাপ। 
 
এবারের বিশ্বকাপে প্রায় প্রতি ম্যাচেই দেখা মিলবে রান-বন্যার, এটাই মতামত সবার। তবে এ ব্যাপারটি নিয়ে খুব বেশি ভাবছেন না তিনি। শামি বলেন, 'ইংল্যান্ডের ফ্ল্যাট উইকেট ব্যাটসম্যানদের জন্য স্বর্গে পরিণত হয়েছে। তাই একজন বোলারকে কন্ডিশন অনুযায়ী লাইন এবং লেন্থের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে।' 

শামি আরও বলেন, ‘আমার নিজের গতি এবং সুইং আছে ব্যাটসম্যানদের পরাস্ত করার। এ কারণে আমি অতটা চিন্তিত নই। আমি বিশ্বাস করি, ওই কন্ডিশনে আমার বোলিংটাই আদর্শ। অফস্টাম্পের বাইরে বলটা একটু দেরি করে সুইং করাতে পারি আমি। আশা করি বিশ্বকাপে এটা বেশ কার্যকর হবে।’

২০১৫ বিশ্বকাপে ভারতীয় বোলিং লাইন-আপকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন শামি। তবে এরপরেই ইনজুরির কারণে টানা ২ বছর তাকে মাঠের বাইরে থাকতে হয়। ফিটনেস হারিয়ে মুষড়ে পড়েছিলেন শামি, সাথে ব্যক্তিগত জীবনে অনাকাঙ্ক্ষিত সব ঘটনা তো ছিলই। তবে সব কাটিয়ে কঠোর পরিশ্রম করে ভারতীয় দলে ফিরছেন শামি। জায়গা করে নিয়েছেন ভারতের বিশ্বকাপ দলে। এই বিশ্বকাপে তার গতি ও সুইং কতটা কার্যকরী হয়, তা জানতে হলে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। 

এমএইচএস